BRAKING NEWS

১৩-হাজার ছুঁইছুঁই করোনা-সংক্রমণ, ভারতে আরোগ্যের হার ৯৮.২৩ শতাংশ

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, একইসঙ্গে মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৪৬১ জনের। বুধবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৫,০৫৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৪৮,৫৭৯ জন, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ২,৬৩০।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১২,৮৮৫ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ০২৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩০ লক্ষ ৯০ হাজার ৯২০ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,০৭,৬৩,১৪,৪৪০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৬১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৯,৬৫২ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৫,০৫৪ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৭,১২,৭৯৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *