Price of petrol in the state is going down : আজ থেকে রাজ্যে পেট্রোলে বার টাকা ও ডিজেলে সতের টাকা কমছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ লাগাতার মূল্য বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র ও রাজ্য সরকার৷ রাজ্যে পেট্রোলের দাম কমছে বার টাকা এবং ডিজেলের দাম কমছে সতের টাকা৷ রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে সাত টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্য্যকর হবে৷


এদিকে, দীপাবলির ঠিক আগে ‘উপহার’ হিসেবে লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ লিটার প্রতি পেট্রোলে পাঁচ টাকা আবগারি শুল্ক কমানো হল৷ আর ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ১০ টাকা ছাড় ঘোষণা করা হয়েছে৷ আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম ও নিয়ম কার্যকর হতে চলেছে৷
অক্টোবরে মাসভর বেড়েছে পেট্রলের দাম৷ চলতি বছরে প্রায় ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে পেট্রলের দাম৷ পাল্লা দিয়েছে ডিজেলের দামও৷ লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও৷ সবমিলিয়ে জ্বালানির জ্বালায় জ্বলছিল জনতা৷ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চলছিল দেশজুড়ে৷ সরব হয়েছিল বিরোধী দলগুলি৷ তবু দাম কমার পথে হাঁটেনি কেন্দ্র সরকার৷


এদিকে সেই ক্ষোভের আঁচ এসে পড়ে ব্যালট বক্সেও৷ ১৩ রাজ্যের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খায় বিজেপি৷ হরিয়ানায় হাতছাড়া হয় বিধানসভা আসন৷ এদিকে দাদরা নগর হাভেলি এবং হিমাচলের লোকসভার আসনও হাতছাড়া হয় বিজেপির৷ এর পরই রাতারাতি উৎপাদন শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷
অর্থমন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এমন পদক্ষেপ করা হল৷ পেট্রল-ডিজেলের শুল্ক মকুব করলে একদিকে মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে৷ তেমনই চাহিদাও বাড়বে৷ যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে সাহায্য করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *