নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। এয়ারপোর্ট থানা এলাকার নরসিং গড় এলাকায় বিরোধীদল সিপিএমের সমর্থক এক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এ ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ। রাজ্য পুর সংস্থার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বিরোধী দলগুলোর উপর আক্রান্তের মাত্রা আরও তেজি হয়েছে। বিশেষ করে বিরোধী দলের প্রার্থীদের শারীরিকভাবে নিগ্রহ করার পাশাপাশি হামলা হুজ্জোতি চালানো হচ্ছে।
শুধু এখানেই থেমে যায়নি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ।বেছে বেছে হামলা চালানো হচ্ছে বিরোধী দলের সমর্থকদের বাড়িঘরেও। মঙ্গলবার রাতে সিপিএম সমর্থিত একটি বাড়িতে হামলা হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে দুটি বসতঘর। আসবাপত্র ধ্বংস করার পাশাপাশি লুট করে দিয়েছে দুটি সোনার চেইন সহ প্রয়োজনীয় কাগজপত্র। এমনই অভিযোগ গৃহকর্তা সুজিত সরকারের। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিন্ গড় এলাকায়। অভিযুক্তরা শাসক দলীয় ।স্থানীয় প্রদীপ ঘোষ, অলোক সরকার,পরিমল সরকার ,রাহুল সরকার এবং আবুল সরকার সহ আরো বেশ কয়েক জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ফেস যেকোনো সময় এলাকায় হিংসাত্মক ঘটনা সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।

