আবু ধাবি, ৩ নভেম্বর (হি.স) : দুবাইয়ের ভরাডুবি এখন অতীত। আজ বুধবার আবু ধাবিতে ভাগ্যের চাকা ঘোরাতে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারে শেষ চারে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে। কিন্তু অঙ্কের বিচারে এখনও টিকে আছে কোহলিরা। নিজেদের বাকি তিনটে ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি নিউজিল্যান্ডকে একটা ম্যাচ হারতে হবে। আফগানিস্তান ম্যাচ থেকেই সেই লড়াই শুরু টিম ইন্ডিয়ার।
চলতি বিশ্বকাপে ব্যাটে, বলে ফ্লপ ভারতীয় দল। হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ভারত। তারমধ্যে শোনা যাচ্ছে একদিনের ক্রিকেটেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বিরাটকে। সবমিলিয়ে দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে টিম ইন্ডিয়াকে। দলের কেউই পারফর্ম করতে পারছে না। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা কেএল রাহুল ডাহা ব্যর্থ। রান পাচ্ছেন না রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা। তথৈবচ বোলিং ইউনিট। দুই ম্যাচ মিলিয়ে মাত্র দুই উইকেট সংগ্রহ করতে পেরেছে ভারত। দুটোই নিয়েছে বুমরা। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তীরা ছন্দে নেই। এই অবস্থায় আফান বোলাররা ভারতীয় শিবিরের চিন্তা বাড়াচ্ছে।
2021-11-03

