Increase in salaries : ব্যাঙ্ক সাথীদের পারিশ্রমিক বৃদ্ধি করল ত্রিপুরা সরকার, ঘোষণা উপ-মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ দীপাবলীর প্রাক মূহুর্তে ব্যাঙ্ক সাথীদের জন্য সুখবর শোনালেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন৷ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, ব্যাঙ্ক সাথীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও কাজের উৎসাহ বাড়াতে তাদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার পারিশ্রমিকের হার বৃদ্ধি করায় ব্যাঙ্ক সাথীরা বর্তমানে যেখানে মাসে ৪০০০ টাকা থেকে ৪৫০০ টাকা উপার্জন করতে পারতেন, সেখানে তারা এখন থেকে ৬৫০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন৷


তাঁর দাবি, বর্ধিত হারে ব্যাঙ্ক সাথীদের পারিশ্রমিক দিতে গিয়ে ত্রিপুরা সরকারের ত্রিপুরা গ্রামীন মিশনের বছরে অতিরিক্ত ৩.১৫ কোটি টাকা খরচ হবে৷ এদিন তিনি বলেন, কোভিড মহামারী সময় কালে আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ত্রিপুরা সরকার ব্যাঙ্ক সাথীদের জন্যও রোজগার বৃদ্ধির উদ্যোগ গ্রহন করেছে৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে বর্তমানে ব্যাঙ্ক সাথী হিসাবে কর্মরত ৩০৫ জন আর্থিকভাবে উপকৃত হবেন৷ ভবিষ্যতেও রাজ্য সরকার ব্যাঙ্ক সাথীদের রোজগার বৃদ্ধির উদ্যোগ জারী রাখবে, আশ্বাস দেন তিনি৷


উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেববর্মন ব্যাঙ্ক সাথী এবং তাদের কাজের ধরন সম্পর্কে বলেন, ব্যাঙ্ক সাথী হলেন ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের অন্তর্গত গ্রামীন কোনো না কোনো স্ব-সহায়ক দলের মহিলা সদস্যা যারা গ্রামীন ব্যাংকের বিভিন্ন শাখা এবং স্ব-সহায়ক দলের মহিলাদের মধ্যে সমন্বয় সাধন এবং তাদের নিত্যদিনের ব্যাংকের সঙ্গে যুক্ত নানা বিষয়ে কাজ করেন৷ উদাহরন হিসাবে তিনি বলেন, ব্যাঙ্কের একাউন্ট খোলা, ঋণ মঞ্জুর পত্র, বীমার আবেদন পত্র প্রস্তুত করা, স্ব-সহায়ক দলের মহিলাদের আর্থিক স্বাক্ষরতা প্রদান ইত্যাদি কাজ করার ক্ষেত্রে ব্যাঙ্ক সাথীরা বিশেষ ভুমিকা পালন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *