কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : বাংলাদেশের হিন্দুদের উপর নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সশ্রদ্ধ অভিনন্দন জানালেন রাজ্য উদ্বাস্তু শাখার আহ্বায়ক ডঃ মোহিত রায়।
সোমবার শুভেন্দুবাবু দলের বিধায়কদের নিয়ে এ ব্যাপারে বিধানসভায় সরব হয়েছেন। মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করেছেন। মঙ্গলবার মোহিতবাবু এই প্রতিবেদককে জানান, “শুধু দল নয়, আজ সব বাঙ্গালী হিন্দুর নেতা শুভেন্দু অধিকারী। যখন অন্যরা কতটা বলব, কি বলব নিয়ে দ্বিধায় ভুগছেন, তখন তিনিই বাংলাদেশের হিন্দুদের উপর নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ পৌঁছে দিলেন বিধানসভায়। এই বিষয়ে তিনিই প্রথম চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে, কারো অনুমতির অপেক্ষা না করে প্রতিবাদ জানিয়ে আসেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। রাজ্য উদ্বাস্তু সেল।”
এদিকে, রাজ্য উদ্বাস্তু সেল জানিয়েছে, শারদীয় দুর্গাপূজার মণ্ডপ ও অন্যান্য মন্দির সহ হিন্দু সমাজের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশে শ্যামাপূজায় দীপাবলী পালন করবে না। বাংলাদেশের সনাতনধর্মীদের উপর এই আক্রমণের প্রতিবাদে ও তাঁদের সঙ্গে সহমর্মিতায় পশ্চিমবঙ্গেও সমস্ত বিজেপি সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী ও সনাতনধর্মী সকল মানুষের কাছে আমাদের আবেদন যে এবার ৪ঠা নভেম্বর কালীপূজার রাতে নিজেদের বাড়িতে কোন আলোকসজ্জা করবেন না বা প্রদীপ / মোমবাতি জ্বালাবেন না।
কালীপূজার দিনে নিজেদের বাড়ির সামনে এ ব্যাপারে পোস্টার দেয়ালে লাগাবেন যাতে প্রতিবেশীরা কেন আপনার বাড়ি অন্ধকার জানতে পারেন। বাংলাদেশে দুর্গাপূজার ও মন্দিরের উপর আক্রমণ, হিন্দুদের বাড়িঘর ধবংস, হত্যার প্রতিবাদে এবার দীপাবলীতে আমরা আলোকসজ্জা করব না।“ নিজের বাড়িতে লাগানো পোস্টারের ছবি এদিন সামাজিক মাধ্যমে ভাগ করেছেন মোহিত রায়।