নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে পেট্রোলের দাম, তবে অনেকদিন পর দাম বাড়েনি ডিজেলের মূল্য। মঙ্গলবার অপরিবর্তিতই রয়েছে ডিজেলের দাম। মঙ্গলবার দিল্লিতে ০.৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ফলে রাজধানীতে এদিন পেট্রোলের দাম ১১০.০৪ টাকায় পৌঁছেছে এবং অপরিবর্তিত থাকার পর ডিজেলের দাম ৯৮.৪২ টাকা রয়েছে।
মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১৫.৮৫ টাকা ও অপরিবর্তিত ডিজেলের দাম ১০৬.৬২ টাকা। কলকাতায় মঙ্গলবার লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১১০.৪৯ টাকায় এবং ডিজেলের অপরিবর্তিত দাম ১০১.৫৬ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৬.৬৬ টাকা ও ডিজেল ১০২.৫৯ টাকায় অপরিবর্তিত রয়েছে।