Special festival train : দীপাবলি উপলক্ষে উৎসব স্পেশাল ট্রেন চলবে ধর্মনগর থেকে সাব্রুম

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১ নভেম্বর৷৷ দেওয়ালী উপলক্ষে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ফেস্টিভল স্পেশাল ট্রেন চালু করতে চলেছে৷ ধর্মনগর থেকে সাব্রুম রুটে আগামী ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে৷ ওই স্পেশাল ট্রেইনে আটটি জেনারেল স্লিপার সহ মোট বারোটি বগি থাকবে৷

সূচি অনুযায়ী ট্রেনটি সাব্রুম স্টেশন থেকে যাত্রা করবে রাত সোয়া নয়টায় এবং ধর্মনগর স্টেশনে পোঁছবে ভোর তিনটা কুড়ি মিনিটে৷ পরদিন সকালে আবার ওই ট্রেনটি ধর্মনগর স্টেশন থেকে যাত্রা শুরু করবে পৌঁনে নয়টায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *