মস্কো, ১ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে রাশ টানাই যাচ্ছে না রাশিয়ায়। মারণ এই ভাইরাসের প্রকোপে মৃত্যু-মিছিল বাড়ছে রাশিয়ায়। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,১৫৫ জন রোগীর। এই সংখ্যা যুক্ত হওয়ার পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ২৩৯,৬৯৩ জন। মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও অনেকটাই বেড়েছে রাশিয়ায়।
বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,৪০২ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,৫৫৪,১৯২ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ৭,৩৮১,৭২৬ জন। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাস কোভিডের জন্য ভীষণ খারাপ কেটেছে রাশিয়ার। সেপ্টেম্বর মাসেই করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৪৪ হাজার মানুষের।