নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ ত্রিপুরায় তৃণমূলের মজবুত সংগঠন সাজাতে কাজ অনেকটাই বাকি৷ তাই, ত্রিপুরাবাসীর মন জয়ে ভোকাল টনিক দিতে আজ কার্পণ্য করেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রদত্ত ভাষণে একের পর এক চমক দেওয়ার চেষ্টা করেছেন তিনি৷ শুধু তা-ই নয়, ত্রিপুরাবাসীর আস্থা অর্জনে সর্বক্ষণ পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি৷ ২০১৬ সালের ত্রুটি-বিচ্যুতির পুনরাবৃত্তি হবে না, আশ্বস্ত করেছেন অভিষেক৷ তাঁর ঘোষণা, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ঘরবাড়ি নিয়ে ত্রিপুরায় বসে থাকবেন তিনি৷ শুধু তা-ই নয়, আগামী ডিসেম্বরে দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় এনে স্বামী বিবেকানন্দ ময়দানে সভা করবেন, দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
আজ রবিবারের জনসভা থেকে ত্রিপুরায় বিজেপি সরকারের তুলোধোনায় কোনও কসুর রাখেননি অভিষেক৷ তাঁর দাবি, হাওয়াই চপ্পল পরিহিত মহিলা বিপ্লব দেবের রাতের ঘুম কেড়ে নিয়েছেন৷ তাই করোনা প্রতিরোধে ডবল ডোজের মতোই ত্রিপুরায় সরকার পরিবর্তনে ২৫ নভেম্বর পুর ও নগর ভোটে প্রথম ডোজ এবং ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ডোজ দেবে তৃণমূল৷ তিনি বলেন, ২০১৬ সালের ২৩ সেপ্ঢেম্বর রবীন্দ্র ভবন প্রাঙ্গণেই সভা করেছিলাম৷ সেদিন কোনও বাধা ছিল না, তাই ৫,০০০ মানুষের উপস্থিতিতে সভা হয়েছিল৷ আজ প্রশাসনের বাধায় ৫০০ মানুষের উপস্থতিতে সভা হচ্ছে৷ তবে রাজ্যের ২০ লক্ষ মানুষ টিভির পর্দায় এই সভার সাক্ষী হয়েছেন, দাবি করেন তিনি৷ তাঁর কটাক্ষ, তৃণমূলকে এত ভয় কেন পাচ্ছে বিজেপি সেটাই বুঝতে পারছি না৷ এতে স্পষ্ট, হাওয়াই চপ্পল পরিহিত একজন মহিলা ত্রিপুরায় বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন৷ তাঁর দাবি, সঠিক ভোটাধিকার প্রয়োগ হলে ত্রিপুরায় বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না৷
তাঁর বক্তব্য, ত্রিপুরায় যা অবস্থা গায়ের জোরে পুর ভোট করবে বিজেপি৷ তবুও তৃণমূল বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না৷ তাঁর সাফ কথা, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ঘরবাড়ি নিয়ে ত্রিপুরায় বসে থাকব৷ ছেড়ে পালাব না, আশ্বস্ত করেন তিনি৷ তিনি জোর গলায় বলেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে তৃণমূল৷
এদিন অভিযোগ করেন, ত্রিপুরায় সরকার দিল্লির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে৷ কিন্তু তৃণমূল সরকার গঠন করার পর দুয়ারে সরকার পৌঁছবে৷ তিনি সুর চড়িয়ে বলেন, আজ খুঁটি পুজো দিয়ে গেলাম৷ ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিসর্জন দেব৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় সরকার ভাঙার খেলায় নামবে না তৃণমূল৷ কারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন করব৷ ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের ওপর লাগাতর সন্ত্রাস নিয়েও তীব্র বিষোদগার করেছেন অভিষেক৷ তিনি কড়া ভাষায় বলেন, আজ যাঁরা ভাঙচুর করছেন, ২০২৩ সালে সরকার পরিবর্তন হওয়ার পর তাঁদের দিয়েই দুয়ারে সরকারের ফর্ম পূরণ করাব৷ তা না পারলে রাজনীতি ছেড়ে দেব৷ এদিকে তিনি আজ প্রতিশ্রুতি দিয়েছেন, ত্রিপুরাবাসীর পাশে সর্বক্ষণের জন্য থাকবেন৷ যখনই ডাকা হবে তখনই তাঁকে পাশে পাওয়া যাবে৷
তিনি বলেন, বিজেপিকে হারাতে এবং ত্রিপুরায় পরিবর্তনে করোনা নির্মূলীকরণের মতোই ডাবল ডোজ দিতে হবে৷ তাঁর কথায়, আগামী ২৫ নভেম্বর পুর ও নগর ভোটে প্রথম ডোজ এবং ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷ তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন, সম্মিলিতভাবে লড়াই করতে হবে৷ কারণ, তলে তলে নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে৷ এখন শুধুই সময়ের অপেক্ষা৷