Corona Positives detained : তৃণমূলের সভায় যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে আসা বাস আটক চুড়াইবাড়িতে, করোনা পজেটিভ সনাক্ত পনের জন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ অক্টোবর৷৷পশ্চিমবাংলা থেকে আগরতলা তৃণমূলের সভায় যোগ দিতে শনিবার ও রবিবার সকালে নাইট সুপারে করে ত্রিপুরায় প্রবেশের সময় চুরাইবাড়িতে আটক করা হয় পশ্চিম বাংলার লোকজনদের৷বাসে করে আসেন পশ্চিম বাংলার মানুষ৷ যেহেতু রাজ্য সরকার করোনা আবহের ফলে নতুন নির্দেশনা জারি করেছে সুতরাং চুরাইবাড়ি থানার সামনে চলে তাদের জোর তল্লাশি৷সাথে চলে করোনা টেস্টিং৷

ইতিমধ্যে পশ্চিম বাংলা থেকে আগত প্রায় পনেরো জনের অধিক মানুষের শরীরে কোভিড টেস্টিং এ পজেটিভ ধরা পড়েছে৷ অনেকে আবার করোনা টেস্টের ভয়ে ত্রিপুরা প্রবেশের আগেই ফিরে গেছেন পশ্চিম বাংলায়৷ যাদের শরীরে করোনা পজিটিভ চিহ্ণিত হয়েছে তাদেরকে সরকারি ভাবে পানিসাগরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তবে বহিরাগতদের আগমনে রাজ্যে করোনা ভাইরাসের প্রভাব ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা৷ প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছিল শনিবার থেকে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে করোনার পরীক্ষা বাধ্যতামূলক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *