একধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হার

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স) :আবারও গোটা দেশে অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। অন্যদিকে, করোনা আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি আরও কমল দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। এই নিয়ে গোটা দেশে করোনায় মৃত্যু হল ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৬৮৪। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০। বাড়ল সুস্থতার হার। গোটা দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৭৫ জন। এই নিয়ে গোটা দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৮০ জন। সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ভ্যাক্সিনেশন হয়েছে ৫৯ লক্ষ ৬২ হাজার ২৮৬ জনের। এই নিয়ে গোটা দেশে মোট ভ্যাক্সিনেশন হয়েছে ৬৪ কোটি ০৫ লক্ষ ২৮ হাজার ৬৪৪ জনের।

উল্লেখ্য, আইসিএমআর ইতিমধ্যেই জানিয়েছে যে করোনার জেরে সারা দেশে সম্ভবত তৃতীয় স্রোতের প্রবল প্রফাব পড়বে না। তবে কিছু রাজ্যে তার প্রাথমিক ইঙ্গিত দিতে শুরু করেছে পরিসংখ্যান। এদিকে, হু এর তরফে দাবি, ভারতে করোনা পরিস্থিতি সার্বিক থেকে স্থানীয় স্তর বা ‘এন্ডেমিক’ এর দিকে যেতে শুরু করেছে। ফলে এই পরিস্থিতির মাঝে করোনা নিয়ে বর্তমান পরিসংখ্যান নিঃসন্দেহে নডর কাড়ছে।তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির মধ্যেই দেশজুড়ে স্বস্তি। আরও বেশ খানিকটা কমল দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।