Forest officials confiscated the timber : রহিমপুর সীমান্ত এলাকায় পাচারের চেষ্টা করায় কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর এর কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩১ আগস্ট।। বনদপ্তর এর কাছ থেকে আগাম কোনো অনুমতি না নিয়ে রহিমপুর সীমান্ত এলাকায় গাছ কেটে কাঠ তৈরি করে পাচারের চেষ্টা করায় ওই কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর এর কর্মীরা।


রহিমপুর থেকে ১০০ ফুট কাঠ উদ্ধার করেছে বক্সনগর বনদপ্তরের কর্মীরা। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার সময় বক্সনগর বনদপ্তর এর পেট্রোলিং ইনচার্জ চিন্ময় মালাকার এর নেতৃত্বে বন দপ্তরের কর্মীদের নিয়ে রহিমপুর সীমান্ত এলাকা সংলগ্ন ওয়াকফ বোর্ডের আওতায় কবরস্থান থেকে এই কাঠগুলি উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত কাঠগুলোর বাজারজাত মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানান বক্সনগর বন দপ্তরের পেট্রোল ইনচার্জ।


রহিমপুর এলাকার জনৈক ব্যক্তি বন দপ্তরে না জানিয়ে বুক ফুলিয়ে প্রচুর পরিমাণে জাম গাছ কেটে ফেলে।এখন দেখার বিষয় বক্সনগর বনদপ্তর তার বিরুদ্ধে কোনো মামলা নেয় কিনা। একসাথে এতগুলো কাঠ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *