নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ সোমবার রাজ্যে আসছেন বিজেপির তিনজন কেন্দ্রীয় নেতৃত্ব৷ এই তিন হেভিওয়েট নেতা হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ সোনকর, দলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অজয় জামওয়াল এবং দলের অসম ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ফণিন্দ্রনাথ শর্মা৷
সূত্র মারফত জানা গিয়েছে তারা চারদিন রাজ্যে অবস্থান করবেন৷ এই সময়ের মধ্যে দলের রাজ্য নেতৃত্বদের সাথে ম্যারাথম বৈঠক করবেন৷ একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে তাদের উপস্থিতিতেই রাজ্য মন্ত্রিসভার রদবদল হতে পারে৷ তবে, তাঁদের রাজ্যে আসা এবং দলীয় নেতৃত্বের সাথে বৈঠকের নেপথ্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিই মূখ্য৷ ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তৎপরতা এবং দলের একাংশ বিধায়কদের অসন্তোষ- এই নেতৃত্বদের রাজ্য সফরকালে বিস্তারিত আলোচনা হবে বলে সংবাদ সূত্রে জানা গেছে৷