BJP government is destroying the country : দেশের সর্বনাশ করে দিচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। শ্রমিকদের কাজ নেই। সিপিআইএমের সময় রাজ্যে রেগা শ্রমিকদের বছরে ১০০ দিনের কাজ না করতে পারলেও ৯০-৯৪ দিনের কাজ হতো। এখন রেগা কাজ ৩৪-৩৫ দিনে নামিয়ে আনা হয়েছে। ফলে গ্রামের মানুষদের অর্থ নেই। আয় উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই তারা শহরমুখী হচ্ছে না। এর জন্য কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ভাবে দায়ী। বাজেটে রেগা অর্থ কমিয়ে দেওয়া হয়েছে। আবার সেই জায়গা থেকে চলছে লুটপাট। ফলে শ্রমিকরা প্রকৃত মূল্য নিয়ে যেতে পারছে না বাড়িতে। তাই মানুষের হাতে অর্থ না থাকায় শহরমুখী হচ্ছে না। সরকার হাতে না মারলেও ভাতে মেরেছে মধ্যবিত্ত এবং নিম্নবৃত্তের মানুষদের।

সবটাই কেন্দ্রীয় সরকারের গরিব মারার নীতির কারণে এমনটা হচ্ছে। রবিবার টাউন হলে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ৮ ম রাজ্য সম্মেলনে এমনটাই বললেন বক্তা বিরোধী দলনেতা মানিক সরকার। দ্রব্যমূল্য বাড়ছে। কারণ পেট্রোপণ্য জ্বালানির মূল্য বাড়ছে। ব্যবসায়ীরা মার খাচ্ছে। রাজ্য সরকার স্বনির্ভর কথা বলে মূল্য বৃদ্ধি করছে। অর্থ সঙ্কট প্রতিফলন ঘটছে। এইগুলি মূল কারণ হলো কেন্দ্রীয় সরকার। ব্যতিক্রম নয় রাজ্য সরকারও। জনবিরোধী সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার বরং কেন্দ্রীয় সরকারের একধাপ এগিয়ে আছে। রাজ্যের অটোরিকশা শ্রমিকরা সারাদিন অটো রিক্সা চালিয়ে অর্থ পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যেও গরিব মারার নীতি চলছে। কেন্দ্রে এবং রাজ্যে একটা ধনীদের এবং শোষন তান্ত্রিক সরকার চলছে। শুধু শ্রমিকদের উপর নয়, কৃষকদের উপর তিনটি কৃষি বিরোধী আইন লাগু করেছে।

দীর্ঘ নয় মাস ধরে কৃষকদের আন্দোলন চলছে দিল্লিতে। স্বাধীনতার পর দেশে এই প্রথমবার সরকারের বিরুদ্ধে এত বড় আন্দোলন সংঘটিত হচ্ছে। কারণ শোষক এবং কর্পোরেটদের স্বার্থে শ্রমিক এবং কৃষকদের টুঁটি টিপে ধরছে সরকার। দেশে শ্রমিকদের জন্য ৪২-৪৩ টি আইন ছিল। সে আইনগুলি ভেঙে ৪ টি শ্রমকোর্ডে পরিণত করেছে। এগুলি বাতিলের জন্য সরকারকে দাবি জানানো হলেও সরকার শুনছে না। দেশের অর্থনীতি শোষকদের স্বার্থে কাজ করছে। তিনি আবার রাজ্যে এসে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে আশীর্বাদ চেয়ে এসেছেন। কিন্তু কার জন্য আশীর্বাদ চাইবেন তা জানা নেই বলে কটাক্ষ করলেন মানিক সরকার। এবং একের পর এক রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে পুঁজিপতিদের হাতে। দেশের সর্বনাশ করে দিচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। তাই সরকারের এই সর্বনাশা নীতি পরিবর্তন করতে হবে। এ নীতির পরিবর্তন না করলে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব হবে না। মানুষ তাদের জনবিরোধী সিদ্ধান্তের আঘাতে জর্জরিত। আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার।