আগরতলা, ২৮ আগস্ট : মধুপুর কোনাবন চৌধুরীপাড়ায় শনিবার দুপুর বারোটা নাগাদ গোবর বোঝাই গাড়ি উল্টে গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে চালকের। মৃত চালকের নাম শ্যামল দাস। শনিবার দুপুর বারোটা নাগাদ গোবর বোঝাই করা টিআর০১এল১৬৩০ নাম্বারের একটি ডি আই গাড়ি উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মধুপুর থেকে সোনাতন পাড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। অতিরিক্ত গোবর বোঝাই করে যাওয়ার সময় গাড়িটি আপের দরুন উপরের দিকে উঠতে পারছিল না। ঠিক তখনি গাড়িটি পেছনদিকে যেতে শুরু করে। সেই সময় চালক শ্যামল দাস গাড়ি থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। গাড়ির নিচে পড়ে যায় চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক শ্যামল দাসের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ। মৃতদেহটি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গাড়ির নিচে চাপা পড়ে চালকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

