সুপ্রিম কোর্টে নিযুক্ত ৯ জন নতুন বিচারপতি, ৩ জনই মহিলা

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন ৯ জন নতুন বিচারপতি। এই ৯ জন বিচারপতির মধ্যে ৩ জন মহিলা বিচারপতি। সূত্রের খবর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইতিমধ্যেই ৯ জন নতুন বিচারপতির নিয়োগে স্বাক্ষর করেছেন। শীঘ্রই সরকারিভাবে তা জানানো হবে। নতুন বিচারপতিরা হলেন-বিচারপতি বি ভি নাগারাথনা, যিনি ২০২৭ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন।

এছাড়াও সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী, বিচারপতি হেমা কোহলি, বিচারপতি সি টি রবিকুমার, বিচারপতি এম এম সুন্দ্রেশ ও প্রবীণ আইনজীবী ও প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমহা। সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছেন বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিক্রম নাথ ও জিতেন্দ্র কুমার মাহেশ্বরী।