রায়পুর, ২০ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদীদের উপদ্রব বেড়েই চেলছে। এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত নারায়ণপুর জেলায় মাওবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন আইটিবিপি-র দু’জন জওয়ান। নারায়ণপুর জেলার কাদেমেটায় আইটিবিপি শিবিরের কাছে মাওবাদীরা হামলা চালায়। দুই জওয়ানকে প্রাণে মারার পর একটি একে-৪৭ রাইফেল, দু’টি বুলেটপ্রুফ জ্যাকেট ও একটি ওয়ারলেস সেট নিয়ে পালিয়েছে মাওবাদীরা। শহিদ আইটিবিপি জওয়ানদের নাম-অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুধাকর শিন্ডে ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুরমুখ সিং। উভয়ে আইটিবিপি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।
বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, শুক্রবার দুপুরে নারায়ণপুর জেলার কাদেমেটায় আইটিবিপি শিবিরের কাছে মাওবাদীরা হামলা চালায়। দু’জন আইটিবিপি জওয়ানকে হত্যা করার পর একটি একে-৪৭ রাইফেল, দু’টি বুলেটপ্রুফ জ্যাকেট ও একটি ওয়ারলেস সেট নিয়ে পালিয়েছে মাওবাদীরা। দুপুর তখন ১২.১০ মিনিট হবে, নারায়ণপুর জেলার ছোটেডোঙ্গার থানার অন্তর্গত কাদেমেটায় আইটিবিপি (৪৫ নম্বর ব্যাটেলিয়ন) শিবিরের কাছে মাওবাদীরা হামলা চালায়। শিবির থেকে মাত্র ৬০০ মিটার দূরে মাওবাদীদের একটি দল জওয়ানদের চারিদিক থেকে ঘিরে ধরে গুলি চালায়। মৃত্যু হয় দু’জন আইটিবিপি জওয়ানের।