কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ভেন্টিলেটরে

লখনউ, ২০ আগস্ট (হি.স.): শারীরিক অবস্থার আরও অবনতি হল উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের। তাঁর রক্তচাপ কম, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছেন না। ডায়ালিসিস চলছে, এই মুহূর্তে ভেন্টিলেটরে রয়েছেন রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিং। চিকিৎসাধীন রয়েছেন উত্তর প্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ। কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে শুনেই হাসপাতালে পৌঁছে যান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সঞ্জয় গান্ধী পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ডিরেক্টর অধ্যাপক আর কে ধীমান জানিয়েছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর রক্তচাপ কম, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছেন না। ডায়ালিসিস চলছে।” এই মুহূর্তে ভেন্টিলেটরে রয়েছেন ৮৯ বছর বয়সী কল্যাণ সিং। ডিরেক্টর ধীমান জানিয়েছেন, দেখা যাক শুক্রবার সন্ধ্যা অথবা শনিবারের মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয় কি-না।