নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। মোহনপুরের উপর দিয়ে জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ নিয়ে ফের সমস্যা দেখা দিয়েছে। মোহনপুর মহকুমার ভাটি ফটিকছড়াতে বুধবার জমি অধিগ্রহণে গেলে বাধা প্রদান করা হয় নির্মাণ কাজে নিযুক্ত সংস্থার কর্মী সহ প্রশাসনিক কর্মীদের।সঠিক মূল্য ও ক্ষতিপূরণ না দেবার অভিযোগ সহ জারি করা নোটিশে কতটুকু জমি অধিগ্রহণ হবে তা না উল্লেখ করেই প্রভাব খাটিয়ে জমি নিয়ে যাওয়ার অভিযোগ তুলল ভাটি ফটিকছড়ার নিরঞ্জন দাস ও সন্তোষ দাস নামের দুই ব্যাক্তি।
নিরঞ্জন দাস জানান জাতীয় সড়ক নির্মাণে উনার বসত বাড়ির জমি অধিগ্রহণের ফলে উনার ঘর,গাছ,টয়লেট ভাঙা পড়ছে।জেলা প্রশাসক উনাকে দেওয়া নোটিশে জমির মূল্য নির্ধারণ করলেও ঘর,গাছ ও টয়লেটের ক্ষতিপূরণ বাবদ কি পরিমাণের অর্থ দেওয়া হবে সেটার কোন উল্লেখ করেননি।অপরদিকে কতটুকু জমি অধিগ্রহণ করা হবে সেটা নোটিশে উল্লেখ না রেখেই বাড়ির বাউন্ডারি এবং গাছপালা নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন সন্তোষ দাস ।দাবি উঠেছে এসব বিষয় গুলিতে প্রশাসনিক আধিকারিকগণরা ভাল ভাবে নজর দিতে ও সাধারণ লোকেদের সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য।
জাতীয় সড়কের নির্মাণ কাজের জন্য যাদের জমি পড়েছে তারা সার্বিক স্বার্থে জমে রাজি রয়েছেন বলেও তারা জানান। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রশাসনকেও ন্যায় বিচার করে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা।

