Father was bleeding from his son : তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় ছেলের হাতে বাবা রক্তাক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। ছেলের হাতে বাবা রক্তাক্ত। ঘটনা সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায়। আহত ব্যক্তির নাম উপেস্বর মজুমদার। সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। মা বাবা সন্তানকে কুলে পিটে করে মানুষ করে তুলেন বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে পুলিশ কা পাওয়ার আশায়। কিন্তু অনেক ক্ষেত্রেই সন্তানের কাছ থেকে মা-বাবা পরিষেবা তো দূরের কথা আক্রমণের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা নিঃসন্দেহে সামাজিক অক্ষয়ের ঘটনা।

এধরনের একটি ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া থানা এলাকার চামপ্লাই গ্রামে।ঘটনার বিবরণে জানা যায়, চামপ্লাই এলাকার বাসিন্দা উপেস্বর মজুমদার সোমবার রাতে নিজ বাড়িতে এসে প্রত্যক্ষ করেন ছেলে সঞ্জয় মজুমদার কোন এক বিষয় নিয়ে নিজের গর্ভধারিনী মাকে মারধর করছে । এই ঘটনার প্রতিবাদ করেন পিতা উপেস্বর মজুমদার। এতেই বিপত্তি। মুহুর্তের মধ্যে ছেলে সঞ্জয় মজুমদার তার পিতা উপেস্বর মজুমদারকে মারধর শুরু করে। বাবার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে গুণধর পুত্র। ঘটনার খবর পেয়ে ছুটে এসে প্রতিবেশীরা আহত উপেস্বর মজুমদারকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সোমবার রাতেই।


হাসপাতাল সূত্রে জানা যায়, আহত উপেস্বর মজুমদারের মাথায় তিনটি সেলাই লাগে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। যদিও তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে খানিক বিলম্বে। আহত ব্যাক্তি উপেস্বর মজুমদার তার ছেলে সঞ্জয় মজুমদারের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশ প্রশাসন এই অপদার্থ ছেলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।তবে তথাকথিত সভ্য সমাজ আবারও যে কলঙ্কের সাক্ষী থাকলো তা আর বলার অপেক্ষা রাখে না। গুণধর পুত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।