নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। সমাজসেবার অনন্য নজির স্থাপন করল ধলাই জেলার পুলিশ। বুধবার ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জহরনগরস্থিত পুলিশ লাইনে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ধলাই জেলার শহর নগর পুলিশ লাইনে মঙ্গলবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিআইজি নর্দান এল ডার্লং।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায়, চিকিৎসক সুভাষ বড়ুয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ডিআইজি নর্দান এল ডার্লং বলেন, যারা পুলিশে কর্মরত আছেন তারা শুধু নিরাপত্তা প্রদানই করেন না নানা সময়ে নানা ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসেন। আর এরই প্রতিফলন এই ধরনের রক্তদান শিবির। শুধু ধলাই জেলাতেই নয়, রাজ্যের সর্বত্র পুলিশ ও নিরাপত্তা কর্মীদের এ ধরনের সামাজিক কাজকর্মে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ডিএসপি ডিআইবি জাস্টিন জোসেফ। এ দিনের এই রক্তদান শিবিরে মোট ৫৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।
সংবাদমাধ্যমের সাথে পুলিশের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। যার প্রমাণ মিলল এদিন। এদিনের এই রক্তদান শিবিরে প্রথমেই রক্ত দান করেন আমবাসা মহকুমা প্রেসক্লাবের সদস্য তথা সাংবাদিক মনিষ চক্রবর্তী। ডিআইজি নর্দান এল. ডার্লং সহ উপস্থিত অতিথিবৃন্দ এর ভুয়সি প্রশংসা করেন। আগামী দিনেও আমবাসা মহকুমা প্রেসক্লাবের সদস্যদের এ ধরনের উদ্যোগ জারী রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

