নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল দেশবাসী। জ্বালানির মূল্য হ্রাস করার জন্য বিভিন্ন মহল থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস করার কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিক কারণেই মানুষের মধ্যে হতাশা বাড়ছে। জ্বালানির মূল্য রাশ না হলে যানবাহনের ভাড়া বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর এর প্রভাব পড়তে বাধ্য।পেট্রোল এবং ডিজেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে সাধারণ জনগণের নাজেহাল অবস্থা। সরকারকে বারবার বলার পরও পেট্রোল-ডিজেলের দাম কমানোর বিষয় নিয়ে কোনরকম হেলদোল নেই।
কিছুদিন আগে দেখা গেছিল যে রাজনৈতিক দলগুলো পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছিল। কিন্তু এখন আর তাদের কেউ পেট্রোল ডিজলের বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় না বললেই চলে। সাধারণ জনগনের একটাই দাবি যাতে অতি শীঘ্রই পেট্রোল-ডিজেলের দাম কমানো হয় ।রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে। অভিজ্ঞ মহলের অভিমত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর থেকে কর কিছুটা কমিয়ে দিলে পেট্রোল ডিজেলের মূল্য কমানো সম্ভব।