Sraboni Puja for the first time : ইচাবাজার শিবমন্দির পূজাকমিটি প্রথম বারের মতো শ্রাবনী পূজার আয়োজন করেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। আজ শ্রাবন মাসের শেষ সোমবার। ইচাবাজার শিবমন্দির পূজাকমিটি প্রথম বারের মতো শ্রাবনী পূজার আয়োজন করেছে। শ্রাবণ মাস শিবের জন্ম মাস।ধর্মপ্রাণ মানুষ প্রতিটি সোমবারে শিবের বিশেষ পূজার্চনা করে থাকেন।

সারা রাজ্যে শিব মন্দির গুলিকে এদিন মুক্তপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়। করোনার দাপট কিছুটা কমতেই ধর্মপ্রাণ মানুষ পূজার্চনায় ব্রতী হয়েছেন ‌। এবছর ইচাবাজার শিব মন্দির কমিটির পক্ষ থেকে প্রথমবারের মতো বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ভোররাতে ইশা বাজার এলাকার ধর্মপ্রাণ মানুষ সুসজ্জিত রেলি করে ঝুলন্ত ব্রিজ সংলগ্ন হাওড়া নদী থেকে হাওড়া নদী থেকে করে নিয়ে যান মহাদেবকে স্নান করানোর জন্য । সোমবার ভোর থেকেই শিব ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।