BRAKING NEWS

Sentenced to 10 years : মহিলাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় তেত্রিশ বছরের মহিলাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ দশহাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া দায়রা জজ আদালত বৃহস্পতিবার ধর্ষণ মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে। সাজা প্রাপ্ত ব্যক্তির নাম শিব শঙ্কর দেবনাথ। পেশায় গাড়িচালক।

বাড়ি শান্তিরবাজার মহকুমার রাজাপুর শচীন্দ্র গারো কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়,শান্তিরবাজার মহকুমার পতিছড়ি মুড়াসিং পাড়ার রাস পূর্ণিমা মেলায় ৩৩ বছরের মহিলা কাপড়ের ব্যবসা সেরে সকাল বেলা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য শিবশংকর দেবনাথের গাড়িতে উঠেন। সাথে আরো যাত্রীরাও ছিল। যাত্রীরা যে যার জায়গায় নেমে যাওয়ার পর গাড়ি চালক শিবশঙ্কর দেবনাথ মহিলাকে একা থাকার সুযোগ নিয়ে একটি নির্জন স্থানে গাড়ি দাঁড় করিয়ে মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর গাড়ির চালক শিবশঙ্কর দেবনাথ ধর্ষিতা মহিলাকে গাড়ি থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় । পাশাপাশি মেলাতে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ৫০,০০০ টাকার উপর কাপড় নিয়ে পালিয়ে যায়।ঘটনা ২০১৮ সালের নভেম্বর মাসের ২৪ তারিখ শান্তির বাজার বাইপাস রোডে বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন এলাকায়।মহিলা আহত অবস্থায় মনপাথর পঞ্চায়েতে ছুটে যায়। মন পাথর পঞ্চায়েতের কর্তৃপক্ষ মন পাথর পুলিশ ফাঁড়িতে মামলা করার জন্য বলেন মহিলাকে। মন পাথর থানার পুলিশ শান্তির বাজার থানায় নিয়ে আসে আহত অবস্থায় ধর্ষিতা মহিলাকে।

সেখানে মহিলার জবানবন্দি রেকর্ড করার পর তদন্ত শুরু করে। অভিযুক্ত শিবশঙ্কর দেবনাথকে পুলিশ আটক করে। তদন্তের পর বিলোনিয়া দায়রা আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর বিলোনিয়া দায়রা আদালতের বিচারক 376 (1) IPC ধারায় শিব শঙ্কর দেবনাথকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০টাকা আর্থিক জরিমানা,অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। 392 IPC ধারায় তিন বছরের জেল ৫০০০ টাকা জরিমানা সহ অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন বিলোনিয়া দায়রা আদালতের বিচারক আশুতোষ পান্ডে। সরকার পক্ষের মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *