২০ আগস্ট বিরোধীদের বৈঠক, রাউত বললেন আমরা সবাই একজোট

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): আগামী ২০ আগস্ট বৈঠক বসছেন বিরোধী নেতারা। ওই বৈঠকে কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। ওই বৈঠকে অংশ নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। বিরোধীদের বৈঠকে উপস্থিত থাকার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের আগে শিবসেনার নেতা সঞ্জয় রাউত জানালেন, “বিরোধীরা সবাই একজোট।”

বৃহস্পতিবার সঞ্জয় রাউত জানিয়েছেন, “বিরোধীরা একজোট। আগামী ২০ আগস্ট কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। ওই বৈঠকে অংশ নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।” বুধবার কার্যত দুর্গে পরিণত হয়েছিল রাজ্যসভা। সাংসদদের ঘিরে রাখেন মার্শালরা। পাশ হয়ে যায় বিমার বেসরকারিকরণ বিল। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সঞ্জয় রাউত বলেছেন, “বিমার বেসরকারিকরণ বিল পাশ করার সময় মার্শালদের ডাকা হয়েছিল বুধবার। আমাদের কী ভয় দেখতে চাইছেন?”