Not been receiving their salaries : টানা তিন মাস ধরে বেতন পাচ্ছে না আয়ুষ্মান ভারত প্রকল্পের কর্মরত কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। টানা তিন মাস ধরে বেতন পাচ্ছে না আয়ুষ্মান ভারত প্রকল্পের কর্মরত কর্মীরা। বেতন না পাওয়ায় জিবি ,আইজিএম সহ বিভিন্ন হাসপাতালে আয়ুষ্মান ভারত তালা বন্দি করে রেখেছে তারা। ফলশ্রুতিতে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সুবিধাভোগীরা। তাতে ক্ষোভ-বিক্ষোভ চরম আকার ধারণ করতে শুরু করেছে।বেতন বৃদ্ধি ও ভিবিন্ন দাবি নিয়ে আয়ুষ্মান ভারতের কর্মীদের বিক্ষোভ।তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে তারা হুঁশিয়ারি দিয়েছে।

পাশাপশি তারা জানায় যদি তাদের দাবি মানা হয় তাহলে আজ থেকেই তারা কাজে যোগ দেবে।হাসপাতালে আয়ুষ্মান কাউন্টারটি বন্ধ থাকার ফলে কোনরকম ওষুধ পাচ্ছেন না হাসপাতলে আসা সুবিধাভোগী রোগীরা। জানা যায়, এই কাউন্টারে নিযুক্ত কর্মীরা দীর্ঘ তিন মাস যাবত বেতন না পেয়ে কাউন্টারটিতে তালা ঝুলিয়ে তারা আন্দোলনে শামিল হয়েছে। আয়ুষ্মান ভারতের কাউন্টারটি তালাবন্দি করে রাখার ফলে দুর্ভোগের শিকার দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের পরিবার পরিজনরা।অবিলম্বে সমস্যার সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য রোগী সাধারণের পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *