নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): বিরোধীদের বিক্ষোভ, হাঙ্গামার মধ্যে প্রত্যাশা মতো কাজ হয়নি লোকসভায়। তাই নির্ধারিত সময়ের আগেই লোকসভায় শেষ হয়ে গেল বাদল অধিবেশন। আগামী ১৩ আগস্ট, শুক্রবার সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। লোকসভায় এবারের বাদল অধিবেশনে যে পরিমানে হইহট্টগোল হয়েছে, তাতে দুঃখপ্রকাশ করেছেন স্পিকার ওম বিড়লা। তিনি বলেছেন, “প্রত্যাশা মতো কাজ হয়নি সদনে, এজন্য আমি ব্যথিত। অবিরাম বিঘ্নিত হয়েছে অধিবেশন। সমাধান করা হয়নি। বিগত দু’বছর ভীষণ ফলপ্রসূ ছিল। গভীর রাত পর্যন্ত চলেছিল অধিবেশন, কোভিড পরিস্থিতিতেও সাংসদরা নিজেদের অবদান রেখেছিলেন।”
স্পিকার ওম বিড়লা এদিন আরও বলেছেন, “সাংসদরা সদনের মর্যাদা বজায় রাখবেন, আমি সর্বদা এই আশাই রাখি। সদনে বিতর্ক, সমঝোতা, মতবিরোধ হয়েছে, কিন্তু মর্যাদা হ্রাস পায়নি কখনও। আমি সমস্ত সাংসদের কাছে অনুরোধ জানাচ্ছি, সংসদের মর্যাদা বজায় রেখে ও ঐতিহ্য মতো চলতে দেওয়া হোক সংসদ। স্লোগান দেওয়া ও ব্যানার তোলা আমাদের সংসদীয় ঐতিহ্যের অংশ নয়। নিজেদের আসনে থেকেই মত প্রকাশ করতে হবে।” স্পিকার ওম বিড়লা আরও বলেছেন, “মাত্র ৭৪ ঘন্টা ও ৪৬ মিনিট লোকসভায় কাজ হয়েছে। ওবিসি বিল-সহ মোট ২০টি বিল পাশ হয়েছে। সদনে নিজেদের অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী ও সমস্ত দলের নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।”