৫-৪ ব্যবধানে পরাজিত জার্মানি, হকিতে ব্রোঞ্জ জিতলেন মনপ্রীতরা

টোকিও, ৫ আগস্ট (হি.স.): দীর্ঘ ৪১ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে অলিম্পিকে হকিতে পদক জিতল ভারত। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতল ভারতের পুরুষ হকি টিম। ম্যাচের শুরতেই পিছিয়ে পড়েছিল ভারত। ২ মিনিটে গোল করে জার্মানি। গোল করেন জার্মানির অধিনায়ক তোবিয়াস হউকে। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল করেন সিমরনজিৎ। লড়াইয়ে ফেরে ভারত। জার্মানি ফের লিড নিলেও ভেঙে পড়েনি ভারত। এক সময় ১-৩ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। দুই গোল শোধ করে ফিরে আসেন তাঁরা। দ্বিতীয় কোয়ার্টার দুই দল মিলিয়ে পাঁচ গোল করে।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। গোল করেন রূপিন্দর পাল সিং। ম্যাচে প্রথম বার এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে নেয় তারা। জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান মনপ্রীতরা। ৪৮ মিনিটে গোল করে জার্মানি। শ্রীজেশের পায়ের তলা দিয়ে বল গলে যায়। ৫-৪ গোলে এগিয়ে যায় ভারত। গোল করেন লুকাস উইনফেডার। ৫২ মিনিটে চোট পান মনপ্রীত। ৫৬ মিনিটে গোলকিপারকে তুলে নেয় জার্মানি। একজন বাড়তি ফিল্ড খেলোয়াড় নামায় জার্মানি। ২ মিনিট ৪৫ সেকেন্ড বাকি, এমন সময় পেনাল্টি কর্নার পায় ভারত। রক্ষণাত্মকভাবে ভুল সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। অবশেষে কাটল ৪১ বছরের খরা। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত।

অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি টিমকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীও। অভিনন্দন জানিয়েছে গোটা দেশ।

রাষ্ট্রপতি : অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর মনপ্রীতদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি জানিয়েছেন, “৪১ বছর পর হকিতে অলিম্পিক পদক জয়ের জন্য আমাদের পুরুষ হকি টিমকে অভিনন্দন। ব্যতিক্রমী দক্ষতা, স্থিতিস্থাপকতা এবং জয়ের প্রতি দৃঢ় প্রত্যয় দেখিয়েছে হকি টিম। এই ঐতিহাসিক জয় হকিতে নতুন যুগের সূচনা করবে ও তরুণদের আনুপ্রানিত করবে।”

প্রধানমন্ত্রী : হকি টিমকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “ঐতিহাসিক! একটি দিন যা প্রতিটি ভারতীয়ের স্মৃতিতে থাকবে। ব্রোঞ্জ নিয়ে আসার জন্য আমাদের পুরুষদের হকি টিমকে অভিনন্দন। আমাদের হকি টিমের প্রতি দেশ গর্বিত।”

কিরেণ রিজিজু : হকি টিমকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। টুইট করে রিজিজু জানিয়েছেন, “৪১ বছরের অপেক্ষার পর…! ভারতীয় হকি ও ভারতীয় স্পোর্টসের জন্য সুবর্ণ মুহূর্ত! অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, টোকিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত। ভারত এখন সম্পূর্ণ উৎসবের মেজাজে! আমাদের হকি খেলোয়াড়দের অভিনন্দন।”