Drinking water crisi : পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণ এখনও পরিস্রুত পানীয় জলের সংকট রয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অগাস্ট।। রাজ্যের পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণ এখনও পরিস্রুত পানীয় জলের সংকট রয়েছেন। সমস্যা সমাধানের জন্য সরকার অর্থ মঞ্জুর করলেও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তরের একাংশের কর্মকর্তাদের উদাসীনতায় অনেক ক্ষেত্রেই কাজ বিলম্বিত হচ্ছে। ধলাই জেলার আমবাসা ব্লকের খগেন্দ্র রোয়াজা পাড়ার গিরিবাসীরা তীব্র সংকটে পড়েছেন। বামফ্রন্ট সরকারের দীর্ঘ পঁচিশ বছর ধরে এলাকাটিতে উন্নয়নের ছিটেফোঁটাও পড়েনি। বিদ্যুৎ ,পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত এলাকাটি। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর খগেন্দ্র রোয়াজা পাড়ায় উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়। লাগতে শুরুু করেছে উন্নয়নের ছোঁয়া ।

রাস্তার সমস্যার ইতিমধ্যেই সমাধান হয়েছে। করা হয়েছে ইট সোলিং রাস্তাা। রাস্তা হওয়ার ফলে গাড়ি চলাচল করতে পারে। পাশাপাশি দুইটি এলাকার পানীয় জলের সুবিধার জন্য তৈরি করাহয়েছে বিশাল ফিশারি।এই ফিসারির জল দিয়ে পানীয় জলের সমস্যা আপাতত দূরীকরণ করা হবে। এলাকায় করা হয়েছে দুটি বিশাল টেংকিও। এই টেংকি থেকে দুইটি এলাকায় পাবে পানীয় জল। ডিডব্লিউএস দপ্তরের উদাসীনতার কারনে এখন পর্যন্ত নির্মাণ হয়নি টেংকি গুলি। এখন পর্যন্ত এলাকায় জল সরবরাহ হয়নি। ডিডাব্লিউএস দপ্তরের কাজের গাফিলতির কারণে এখন পর্যন্ত এলাকার মানুুুষজনজদের ছড়া থেকে জল সংগ্রহ করে খেতে হচ্ছে। ছাড়াও এলাকার মানুষের স্বার্থে এই বিশাল ফিসারিতে মৎস্য দপ্তর 17000 মাছের পোনা খেলা হয়েছে। অবিলম্বে এলাকায় জলের ট্যাঙ্ক কে স্থাপন করে পরিস্রুত পানীয় জল সরবরাহ করার জন্য এলাকার জনগণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় কবে নাগাদ দপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।