Bangladeshi money in Subhash Park : সুভাষপার্কে বাংলাদেশী টাকা সহ এক যুবককে আটক করেছে খোয়াই থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। সুভাষপার্কে বাংলাদেশী টাকা সহ এক যুবককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। তার কাছ থেকে এক লক্ষ এক হাজার বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। সুভাষপার্ক সবজি বাজারে বাংলাদেশী টাকা সহ এক যুবককে আটক করলো খোয়াই থানার পুলিশ। পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ খোয়াই সুভাষপার্কের সবজি বাজারে এক যুবককে পুলিশ তল্লাশি চালিয়ে এক লক্ষ একশ বাংলাদেশি টাকা উদ্ধার করে। ধৃত যুবকের নাম রাহুল মিয়া (২৯)।

বাড়ি খোয়াই শহরের সীমান্ত এলাকা উত্তর দুর্গানগরে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সে খোয়াইয়ের পুরান বাজার থেকে বাংলাদেশের টাকা নিয়ে সুভাষপার্কের দিকে যাচ্ছিল। যুবককে আটক করা হয় সবজি বাজারে। উপস্থিত জনগণের সামনে তল্লাশি চালিয়ে বাংলাদেশি টাকা উদ্ধার করে পুলিশ। ধৃত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত রাহুল মিয়া এর আগেও এন ডি পি এস মামলায় জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।