Deputation and memorandum to the Director : উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। পরীক্ষা সংক্রান্ত তিনদফা গুরুত্বপূর্ণ দাবিতে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে বৃহস্পতিবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব আছড়ে পড়েছে। তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন ছাত্রছাত্রীরা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের আন্ডারগ্রেজ্যুয়েট পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পঞ্চম সেমিস্টার এর ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভর্তি প্রক্রিয়ার জন্য অন্তত পঞ্চম সেমিস্টার এর মার্কশিট জমা দেওয়া জরুরি। কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখনো পঞ্চম সেমিস্টারের মার্কশিট দেওয়া হয়নি। ইউজিসি সার্কুলার জারি করেছে আগামী ৩১ আগস্ট এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন ওর করার জন্য। তাতে পরীক্ষার্থীদের মাথায় বাজ পরার উপক্রম। করোনা পরিস্থিতির কারণে অফলাইন পড়াশোনা স্তব্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক সার্কুলার জারি করে বলা হয়েছে করোণা ভাইরাসের কারণে এ বছর সিলেবাসের২৫ শতাংশ হ্রাস করা হয়েছে।

ইউজিসি গাইডলাইন অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ৩১ আগস্টের মধ্যে যেতে হলে ছাত্র-ছাত্রীদের সিলেবাসের ৭৫ শতাংশ যেকোনো মূল্যে আয়ত্ত করতে হবে। ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীদের পক্ষে তা কোনোভাবেই সম্ভব নয়। সে কারণেই সিলেবাস অন্তত ৫০ শতাংশ কমানোর জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এছাড়া পঞ্চম সেমিস্টার এর ফল অতিসত্বর প্রকাশ করার দাবি জানিয়েছে সংগঠন। ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কিভাবে নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করণ দওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।করোণা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই উচ্চ শিক্ষা দপ্তর এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের রাজ্য পরিষদের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন।