পঞ্জাব ও গুজরাটে খুলল স্কুল, কোভিড-বিধি মেনে চলা আবশ্যিক

চন্ডীগড় ও আহমেদাবাদ, ২৬ জুলাই (হি.স.): কোভিড-বিধি মেনে পঞ্জাবে খুলে দেওয়া হল স্কুল। আপাতত দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন চলবে। সোমবার থেকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। এদিন থেকেই গুজরাটেও খুলে দেওয়া হয়েছে স্কুল। গুজরাটে নবম থেকে একাদশ শ্রেণীর পঠনপাঠন চলবে আপাতত।

পঞ্জাব ও গুজরাট-উভয় রাজ্যে স্কুল খুললেও, কোভিড-বিধি কঠোরভাবে মানতে হবে। এদিন পঞ্জাবের অমৃতসরের মল রোডে অবস্থিত একটি সরকারি স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, “আমাদের স্কুলের সমস্ত কর্মীদেরই টিকা নেওয়া হয়েছে।” বহুদিন পর স্কুল খোলায় ছাত্র-ছাত্রীরাও খুশি। আহমেদাবাদের গীতা উচ্চমাধ্যমিক স্কুলের এক ছাত্র জানিয়েছেন, “আমরা ভীষণ খুশি। অনলাইন ক্লাসের তুলনায় স্কুল খোলা অনেক আনন্দের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *