টোকিও, ২৪ জুলাই (হি.স.): দেশবাসীর প্রত্যাশা পূরণ করে টোকিও অলিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাঈ চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। ভারোত্তলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি।
টোকিও অলিম্পিকে পদকের খাতা খুললেন মীরাবাঈ চানুই। দেশবাসীকে গর্বিত করে দেশের জন্য রুপো জিতলেন মীরাবাঈ চানু। তাঁর কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, মীরাবাঈ তা পূরণ করলেন। হতাশ করলেন মোটেও। টোকিও অলিম্পিকে ভারতের অন্যতম পদক সম্ভাবনা হিসেবেই বিবেচিত হচ্ছিলেন মীরাবাঈ চানু।

