নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। ধর্মনগর এফ সি আই গোদাম থেকে চাল চুরি কান্ডে আরও এক অভিযুক্তকে গ্রফতার করলো পুলিশ। ধৃতের নাম বদরুল ইসলাম (৪০) । বাড়ি ধর্মনগর থানাধীন লাতুগাউয়ে। চলতি মাসের ১১ তারিখ রাতে ধর্মনগর এফ সি আই খাদ্য গোদামের গ্রিল এবং দরজার তালা ভেঙ্গে ১৪০ বস্তা চাল চুরি করে নিয়ে যায় চোরের দল।
এই দুঃসাহসিক চুরির ঘটনা চাউর হতেই চাঞ্চল্য দেখা দেয় গোটা মহকুমায়।এফ সি আই খাদ্য গোদামের ম্যানেজার এই ঘটনা জানিয়ে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে পেয়েই ময়দানে নেমে পড়ে এবং ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া চাল সহ ৬ অভিযুক্তকে গ্রফতার করে।পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ চুরিকান্ডে ব্যবহৃত একটি লরিও আটক করেছিল। ধৃত ৬ অভিযুক্ত কে ৪দিনের পুলিশ রিমান্ডের পর জেলা হাজতে পাঠায় জেলা ও দায়রা আদালত।
এদিকে শুক্রবার গভীর রাতে ধর্মনগর থানাধীন লাতুগাউ এলাকায় তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে বদরুল ইসলামকে পুলিশ আটক করেছে। শনিবার বদরুলকে আদালতে সোপার্দ করা হয়। এফ সি আইতে চুরি কান্ডের মাষ্টার মাইন্ড বদরুল ইসলাম, তদন্তে ক্রমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। এদিকে বদরুলকে বাচাতেও একাধিক তাবর তাবর ব্যক্তিরা ময়দানে নেমেছে বলেও একটি বিশ্বস্ত সুত্র মারফৎ জানা গেছে।

