৬.৭ তীব্রতার ভূমিকম্প ফিলিপিন্সে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি

ম্যানিলা, ২৪ জুলাই (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের বৃহত্তম লুজন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭, প্রথম ভূমিকম্পের কিছু পরে ৫.৮ তীব্রতার আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল অনেক গভীরে, শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার সকাল ৪.৪৮ মিনিট (স্থানীয় সময়) নাগাদ ৬.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় লুজন আইল্যান্ডে, ভূপৃষ্ঠের ১১২ কিলোমিটার (৭০ মাইল) গভীরে। কিছু সময় পরে ওই একই অঞ্চলে ৫.৮ তীব্রতার আফটার শক অনুভূত হয়।


ভূমিকম্পের উপকেন্দ্রের খুব কাছে ও ম্যানিলার দক্ষিণে, বাতাঙ্গাস প্রদেশের কালাটাগান মিউনিসিপ্যালিটিতে পুলিশ প্রধান রনি আউরেললানো জানিয়েছেন, “খুব শক্তিশালী ছিল ভূমিকম্প। এখানে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানকার মানুষ ভূমিকম্পের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন।” এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।