নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ পৃথক তিপ্রাল্যান্ডের দাবী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করলেন আইপিএফটির এক প্রতিনিধি দল৷ বৃহস্পতিবার বনমন্ত্রী তথা আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন৷ সাক্ষাৎকালে দলের তরফ থেকে একটি স্মারকলিপিও দেয়া হয়েছে৷
স্মারকলিপিতে আইপিএফটি দাবী জানিয়েছে তিপ্রাল্যান্ডের৷ এমর্মে দলের পক্ষ থেকে স্মারকলিপিতে দাবী করা হয়েছে, এরাজ্যে জনজাতি অংশের মানুষ দশকের পর দশক বঞ্চিত হয়ে আসছে৷ অস্তিত্বের সংকটে আছেন জনজাতিরা৷ তাই পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবী উঠেছে৷ সংবিধানের ষষ্ট তপশিলের অধীন টিটিএডিসিকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠন করা হোক৷
এদিকে, স্মারকলিপিতে আইপিএফটির তরফ থেকে আরও দাবী জানানো হয়েছে ইতিপূর্বে যে হাই পাওয়ার মোডালিটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য৷ পাশাপাশি আইপিএফটি দাবী জানিয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের৷ দলের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যে বেকারের সংখ্যা প্রায় চার হাজার৷ বিভিন্ন দপ্তরে প্রায় কুড়ি হাজার শূণ্যপদ রয়েছে৷ সেগুলিতে নিয়োগ করা হোক৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দেয়া স্মারকলিপিতে আইপিএফটি আরও দাবী জানিয়েছে অবিলম্বে ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার জন্য৷ প্রসঙ্গত, প্রতিনিধি দলে ছিলে আইপিএফটির বিধায়ক প্রশান্ত দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা এবং দলের সহকারি সাধারণ সম্পাদক জীতেন দেববর্মা৷

