নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আগরতলায় ফ্লাইওভাড়ে ঘুড়ির সূতার আঘাতে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক কমল চৌধুরী৷ তাঁর গলায় আঘাত লাগে৷ ২২টি সেলাই দিয়েছেন চিকিৎসক৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে৷ জানা গিয়েছে তিনি বাইক নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন তখন আচমকা ঘুড়ির সুতা রাস্তার উপর আড়াআড়ি ভাবে ছিল৷
এত সরু সুতা দেখার মতো কোন উপায় ছিল না৷ আচমকা তাঁর গলায় লেগে যায়৷ তাতে গলায় মারাত্মক আঘাত লাগে৷ সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসকরা তাঁর গলায় ২২টি সেলাই দিয়েছেন৷ চিকিৎসকরা জানিয়েছেন তিনি বিপদমুক্ত৷
প্রসঙ্গত, এর আগেও কয়েকজনের সাথে একই ঘটনা ঘটেছিল৷ শহরের ফ্লাইওভারের উপর দিয়ে ঘুড়ি উড়ানোর ক্ষেত্রে কোন বিধিনিষেধ প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত দেয়া হয়নি৷ তাতে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে৷

