Caught another thief : এটিএম হ্যাকিং চক্রের আরো এক চাইকে জালে তুলেছে সিধাই থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। আর্ন্তজাতিক এটিএম হ্যাকিং চক্রের আরো কে চাইকে জালে তুলেছে সিধাই থানার পুলিশ। তার নাম বিপ্লব দেববর্মা। বাড়ি সিমনার আর কে পাড়ায়। গত ৯ই জুলাই জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে আর্ন্তজাতিক এটিএম হ্যাকিং চক্রের মূল পান্ডা হাকান জাম্বুরকান পালিয়ে যায়।

এই ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে সিধাই থানার পুলিশ।গ্রেপ্তার হওয়া যুবকটির নাম বিপ্লব দেবর্বমা।বাড়ি সিমনার আর কে পাড়ায়।বর্তমানে সে অসুস্থতার জন্যে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীনে রয়েছে ।হাসপাতালে মোতায়েন রয়েছে পুলিশ ও টিএসআর জওয়ান।

বুধবার গভীর রাতে পুলিশ বিপ্লবকে তার আর কে পাড়াস্থিত বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা ব্যক্ত করেছে পুলিশ। সে অনুযায়ী পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *