রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি করে ৭০টি ভিডিও উদ্ধার করল পুলিশ

মুম্বই, ২১ জুলাই (হি.স.) : রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বাড়ি থেকে ৭০টি পর্ন ভিডিও উদ্ধার করল পুলিশ। তদন্তকারীরা বলছেন, বিভিন্ন ছোট প্রোডাকহাউজের সাহায্যে এই ভিডিওগুলো বানিয়েছিলেন রাজের প্রাক্তন সহকারী উমেশ কামাত। এই ভিডিওগুলো সফট পর্ন বলেই জানিয়েছে পুলিশ। এক একটি প্রায় ২০ থেকে ৩০ মিনিটের। রাজ কুন্দ্রার নির্দেশেই বিভিন্ন ছোট প্রোডাকশন হাউসের সাহায্যে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছিল বলেই মনে করছে পুলিশ।

রাজের ব্রিটেনের কোম্পানির সার্ভার থেকে এগুলো পরিচালনা করা হত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত ১৯ জুলাই রাতে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, পর্ন ছবি বানাতেন কুন্দ্রা। তারপর তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন। এ ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ মিলেছে বলেও দাবি করেছে পুলিশ। ‘হটশট’ নামে একটি মোবাইল অ্যাপ বানিয়েছিলেন রাজ কুন্দ্রা। তাঁর ভিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে লন্ডনের কেনরিন কোম্পানির যোগসাজশ ছিল। এরাই বানিয়েছিল এই অ্যাপ। যাবতীয় পর্ন ছবি বেআইনিভাবে এই অ্যাপে আপলোড করা হত। তদন্তকারীরা বলছেন, এমন ৯০টি পর্ন ভিডিও এই অ্যাপে আপলোড করেন রাজ কুন্দ্রা। গত বছর এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জানা গেছে, রাজের আনা নতুন অ্যাপ ‘হটশট’ লকডাউনের সময় প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছিল। কয়েক মাসে যার গ্রাহক সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছিল।


পুলিশের ধারনা, এরপরেই সফট পর্ন বানানোর দিকে ঝোঁকেন রাজ। রাজ, তাঁর শ্যালক ও উমেশ কামাতের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই তথ্য পেয়েছে পুলিশ। সেখানে রাজের শ্যালক প্রদীপ বক্সী গুগল প্লে স্টোর ও অ্যাপল থেকে অ্যাপ সরিয়ে দেওয়ার কথা জানালে, রাজ লেখেন প্ল্যান বি তৈরি আছে তাঁর। এই প্ল্যান বি সফট পর্ন বানানোর পরিকল্পনা বলেই অনুমান পুলিশের। যে ভিডিওগুলো উদ্ধার হয়েছে সেগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস সিস্টেমে আপলোড করার পরিকল্পনাও ছিল রাজ ও উমেশের। মুম্বই পুলিশে অপরাধ দমন শাখার অফিসাররা বলছেন, ওই পর্ন অ্যাপ থেকে প্রতিদিন দুই থেকে তিন লক্ষ টাকা আয় ছিল। রাজ কুন্দ্রার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা আটক করা হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *