Cabinet thanks to Government of India : ত্রিপুরার ভূমিকন্যা কেন্দ্রীয় মন্ত্রী, ভারত সরকারকে ধন্যবাদ প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। এই প্রথম ত্রিপুরার ভূমিকন্যা প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। তার জন্য ত্রিপুরা মন্ত্রিসভা ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবে অনুমোদন দিয়েছে।


এ-বিষয়ে শিক্ষা মন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা সংসদীয় কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিককে গত ৭ জুলাই ভারত সরকারের অধীনে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী নিয়োগ করায় ত্রিপুরা মন্ত্রিসভা ভারত সরকারকে অভিনন্দন জানাচ্ছে। তিনি বলেন, শ্রীমতি ভৌমিকই রাজ্যের প্রথম ভূমিকন্যা ও পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত যিনি ভারত সরকারের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ত্রিপুরা মন্ত্রিসভা মনে করে, ভারত সরকারের এই সিদ্ধান্ত ত্রিপুরাবাসীকে গৌরাবান্বিত করেছে। প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় রাজ্য মন্ত্রিসভা রাজ্য সরকার ও রাজ্যের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। তাঁর কথায়, এই নিযুক্তি ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতি ভারত সরকারের উদার মানসিকতাকে প্রকাশ করেছে ও ভারত সরকারের ‘পূবে সক্রিয় হও’ নীতির সঠিক বাস্তবায়ন বলে মনে করছে ত্রিপুরা মন্ত্রিসভা।


সাথে তিনি যোগ করেন, মন্ত্রিসভার এই বৈঠকে ভারত সরকারের অধীনে নতুন করে সমবায় মন্ত্রক গঠন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে। তাছাড়া ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ভারতের প্রথম সমবায় মন্ত্রী নিযুক্ত হওয়ায় অমিত শাহকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। তাঁর কথায়, মন্ত্রিসভা মনে করছে ভারত সরকারের এই উদ্যোগ দেশে সমবায়ের ভিত্তি ও অগ্রগতির ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে। বাস্তবায়িত হবে ‘সহকার সে সমৃদ্ধি’র ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *