নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের দক্ষিণ জেলা কমিটির এক মতবিনিময় সভা আজ বিলোনীয়ার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক তথা ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার, ইউনিয়নের সদস্য সেবক ভট্টাচার্যী, সৌরজিত পাল। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্রী সরকার বলেন, বর্তমান সরকারের সময় সাংবাদিকদের কল্যাণে বহু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পেনশন বাড়িয়ে ১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে। সাংবাদিকদের পরিবারের জন্যও পেনশন চালু হয়েছে। মহকুমাস্তরের সাংবাদিকদের জন্য এক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। রাজ্যের সব সাংবাদিকদের জ্যাকেট প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বীমা চালু করা হচ্ছে। এসব প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য তিনি রাজ্যের সব অংশের সাংবাদিকদের কাছে আবেদন জানান। এইসব প্রকল্প চালু করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়েছেন।
সভায় বিলোনীয়া, শান্তিরবাজার, জোলাইবাড়ি, রাজনগর, সাব্রুম সহ বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা অংশ নিয়েছেন। শ্রী সরকার পথ দুর্ঘটনায় আহত বিলোনীয়ার সাংবাদিক সুমন দত্ত গুপ্তের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করেছেন। এছাড়া বিলোনীয়া থেকে চালু হওয়া ত্রিপুরা লাইভ নিউজ চ্যানেলের আনুষ্ঠানিক সূচনা করেন। মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। জলে নেমে যাওয়ার পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।