ভুবনেশ্বর, ২২ জুলাই (হি.স.): পশুপ্রেমীদের জন্য সুখবর। ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় নতুন দুই সদস্য এল। নন্দনকানন চিড়িয়াখানায় জন্ম নিয়েছে দু’টি সিংহ শাবক। গত মঙ্গলবার সকালে সিংহী ‘বিজিলি’ দু’টি ফুটফুটে শাবকের জন্ম দিয়েছে। দু’টি শাবকের ভিডিও টুইট করে এমনটা জানিয়েছেন নন্দনকানন জুওলজিকাল পার্ক কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও দু’টি শাবকের দিকে সর্বদা নজর রাখা হচ্ছে। তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছে। এর আগে ২০১৭ সালে সিংহ শাবকের জন্ম হয়েছিল নন্দনকানন চিড়িয়াখানায়। নতুন দুই শাবকের জন্মের পর সিংহের সংখ্যা বেড়ে হল ১৮।