সীতাপুর (উত্তর প্রদেশ), ২১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের সীতাপুরে বৃষ্টিতে পৃথক তিনটি ঘটনায় দেওয়াল ও বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারিয়েছেন ৭ জন। পৃথক ঘটনায় আহত হয়েছেন দু’জন। সীতাপুরের জেলাশাসক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে দেওয়াল ও ছাদ ভেঙে এই প্রাণহানি। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
জেলাশাসক জানিয়েছেন, বুধবার ভোররাতে লক্ষ্মিণপুর গ্রামে দেওয়াল ও টিনের শেড ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যের। আহত হয়েছে দু’জন। মৃতদের নাম-লাল্লি দেবী (৫০), শৈলেন্দ্র (১০), শিবা (৮) ও নীরজ (২)। সীতাপুর জেলার নানকারি গ্রামে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে রাম লোটন (৪২) ও তাঁর স্ত্রী অনিতা (৩৮)-র। ভারী বৃষ্টির কারণে সদরপুর থানা এলাকায় ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী একজন বৃদ্ধের।