নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। রাত পোহালেই সংখ্যালঘু মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদ। করোনা আবহে এবছর ঈদ উৎসব নিয়ে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা নেই সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের লোকদের মধ্যে। করোণা বিধি মেনেই এবছর ঈদ উৎসব পালিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ।
এই ঈদ বছরে দুইবার হয়ে থাকে। একটি রমজানের ও অন্যটি কোরবানির ঈদ বলে খ্যাত। কোরবানির ঈদে পোশাক- পরিচছদ কেনাকাটার তেমন কোনো আগ্রহ বা ব্যস্ততা থাকে না। শুধু ইসলামিক ইতিহাসের প্রেক্ষাপটে আল্লাহকে – খুশি করার জন্য যার যার মতে কোরবানি করার জন্য পশু ক্রয়ের আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকেন সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীরা। কিন্তু এ বছরের কোরবানি ঈদ উৎসব একটু ব্যতিক্রম। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের জাতীয় উৎসব হলেও এবছর করোনা নামক মহামারির জন্য উৎসব তেমন আনন্দ মুখর নয়।
উদয়পুর জামে মসজিদের ইমাম জয়লাভ আমিদ সামিন জানান রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার কারনে মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে । মানুষ ঈদ উৎসবে মেতে উঠবে না। করোনা প্রতিরোধ গড়ে তুলতেই সকলে সতর্ক থাকবেন। উদয়পুরের জগন্নাথ দিঘির দক্ষিণ পাড়ের টাউন জামে মসজিদের ইমাম জয়লাল হামিদ সামিম জানান বুধবার সকাল ৬-৩০ মিনিট এবং সকাল ৭-৩০ মিনিট নাগাদ দুই বার জামে মসজিদে নামাজ পাঠ হবে। তবে এইবার নামাজ পাঠে প্রত্যেককে মাস্ক পড়ে আসতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে বলে জানান।

