BRAKING NEWS

Board examine : দশম ও দ্বাদশের কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত পরীক্ষার্থীর পাশাপাশি কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদেরও পর্ষদের পরীক্ষায় বসতে হবে না৷ তাদের ফলাফলও এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেকই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


আজ সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ প্যানেল লক্ষ্য করেছে যে রাজ্য জুড়ে কোভিড হামারীর পরিস্থিতি হ্রাস পাচ্ছে না৷ উচ্চ সংখ্যক পজেটিভ রোগীর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা সুপারিশ করেছেন যে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণার পরে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে৷


এর আগে, শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ প্যানেল সিদ্ধান্ত নিয়েছিল যে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে৷ তবে, রাজ্য জুড়ে এখনও কোভিড মহামারীর পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে বলে প্যানেল ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদকে এই সুপারিশ করেছে৷


শিক্ষামন্ত্রী বলেছেন, যে টিবিএসই কর্তৃপক্ষ প্রধান শিক্ষকদের এবং ইনচার্জকে আগামী ২৩ শে জুলাইয়ের মধ্যে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির পরীক্ষার্থীদের প্রি-বোর্ডের নম্বর জমা দিতে৷ ফরম্যাটটি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে৷ এই প্রার্থীদের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ফলাফল চূড়ান্ত করতে সেরা তিনটি বিষয়ের গড় নম্বর নেওয়া হবে৷ তবে এই পরীক্ষার্থীদের ফলাফল আগস্টে ঘোষণা করা হবে৷
প্রসঙ্গত, এবারে পর্ষদের মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৬১৩ জন৷ এর মধ্যে ৩৯ হাজার ৯৯৪ জন রেগুলার এবং ৬ হাজার ৬১৯ জন হচ্ছে কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির৷ অন্যদিকে দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ২০৫ জন৷ এর মধ্যে রেগুলার ২৪ হাজার ২৮৪ জন এবং কন্টিনিউ, কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কেটাগরির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৬৬ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *