৬-দিন মাত্র বাকি, টোকিও অলিম্পিক ভিলেজে প্রথম করোনা আক্রান্তের হদিশ

টোকিও, ১৭ জুলাই (হি.স.): টোকিও অলিম্পিক শুরু হতে আর মাত্র ৬-দিন বাকি। তার আগে টোকিও অলিম্পিকের ভিলেজে প্রথম করোনা-সংক্রমণের হদিশ মিলল। শনিবার অলিম্পিক আয়োজকদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। টোকিও অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানিয়েছেন, “স্ক্রিনিং টেস্টের সময় প্রথম করোনা-আক্রান্তের সন্ধান মিলেছে।”

অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হতে চলেছে অলিম্পিকের আসর। এর মধ্যেই অলিম্পিক্স ভিলেজে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল। মাসা তাকায়া, অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘ভিলেজে একজন রয়েছে (করোনা আক্রান্ত)। এটাই ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ কেস।’ যদিও এখনও করোনা আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত, সেইসব বিষয়ে কিছুই জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *