শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, উভয়েই লস্করের সদস্য

শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): ফের বিরাট সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। উভয়েই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনির ঘটনা। এই দুই জঙ্গির মৃত্যুর পর কাশ্মীর উপত্যকায় চলতি বছরে এযাবৎ মোট ৭৮ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে।

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর শুক্রবার সকালে শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনিতে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। অভিযানে নিকেশ হয়েছে স্থানীয় দু’জন জঙ্গি। উভয়েই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “শুক্রবারের অভিযানের সঙ্গে, চলতি বছরে এখনও পর্যন্ত ৭৮ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে পুলিশ ও সুরক্ষা বাহিনী। এই সমস্ত অভিযানে নিহত ৭৮ জন জঙ্গির মধ্যে ৩৯ জন সন্ত্রাসী লস্কর, হিজবুল মুজাহিদিন, আল-বদর, জৈশ-ই-মহম্মদ ও আনসার গাজওয়াত-উল-হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য ছিল।”