তিরুবনন্তপুরম, ১৫ জুলাই (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ে এমনিতেই নাজেহাল দক্ষিণ ভারতের রাজ্য কেরল। এর মধ্যে সে রাজ্যে চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। কেরলে আরও ৫ জনের শরীরে মিলল জিকা ভাইরাস, সব মিলিয়ে কেরলে মোট ২৮ জনের শরীরে মিলল জিকা ভাইরাসের উপস্থিতি। বৃহস্পতিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, রাজ্যে আরও ৫ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি মিলেছে-দু’জন আনায়ারার বাসিন্দা ও কুন্নুকুঝি, পট্টম ও ইস্ট ফোর্টে একজন করে সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৮ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি মিলেছে।
জিকা ভাইরাস মশাবাহিত একটি রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। এই রোগে আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই লক্ষণ দেখা দেয়। প্রবল জ্বর, গাঁটে ব্যাথা ছাড়াও, শরীরে র্যাশ বের হতে দেখা যায়। এমনকি শরীরের জটিলতা বাড়িয়ে প্রাণঘাতী হয়ে উঠতে পারে জিকা ভাইরাস।