Congress rally : সোনামুড়ায় কংগ্রেসের রেলি

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ জুলাই৷৷ সাড়া দেশের সাথে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদে সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী সাইকেল রেলির আয়োজন করা হয৷ আজ সকাল থেকেই সোনামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে সাইকেলে চেপে সোনামুড়া কংগ্রেস ভবনের সামনে এসে জোড়ো হয় কংগ্রেস কর্মীরা৷

যদিও সোনামুড়া বাজারের সাইকেল রেলির কথা ছিলো কিন্তু কোভিড ১৯ এর কারণে তা হতে দেয়নি প্রশাশস৷ এইদিন প্রতিবাদী রেলিতে অংশগ্রহণ করেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বিজেপি সরকারের আমলে এই ভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের এই ভাবে লাগামহীন মূল্যবৃদ্ধির তিব্র প্রতিবাদী জানায়৷ অন্য দিকে রেলিতে বক্তব্য রাখতে গিয়ে এবং সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বিল্লাল মিয়া বলেন সোনামুড়া থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে এই কারণে ধন্যবাদ দেওয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *